ডিপাইকে বার্সেলোনায় পাওয়াটা হবে দারুণ: কুমান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2021 05:10 PM BdST Updated: 17 Jun 2021 05:10 PM BdST
-
(বাঁ থেকে) রোনাল্ড কুমান ও মেমফিস ডিপাই।
কিছুদিন আগে নিজেই জানিয়েছেন বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন। এবার কোচ রোনাল্ড কুমানও জানালেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের কাম্প নউয়ে যোগ দেওয়ার বিষয়টি। দুপক্ষের মধ্যে লিখিত চুক্তি না হলেও স্বদেশি খেলোয়াড়কে ২০২১-২২ মৌসুমে কাতালান ক্লাবটিতে দেখার ব্যাপারে আশাবাদী কুমান।
গত দলবদল থেকেই ডিপাইকে দলে চাচ্ছিলেন কুমান। সব ঠিক থাকলে এবার জাতীয় দলের সাবেক শিষ্যের সাথে আবার কাজ করার সুযোগ পেতে যাচ্ছেন তিনি। নেদারল্যান্ডসে বাবার প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে ৫৮ বছর বয়সী কোচ ডিপাইয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন।
“মেমফিস তার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছে, যেটা আমি নিশ্চিত করতে পারি।”
“আমি যতদূর জানি এটা (মেমফিসের বার্সেলোনা চুক্তি) হওয়ার পথে। যদিও এখন সে লিখিত চুক্তি করেনি, তবে এটা কাছাকাছি। আমি তাকে জানুয়ারিতে দলে ভেড়াতে চেয়েছিলাম, এখন সে আসলে দারুণ হবে।”
এর আগে গত বুধবার সংবাদ সম্মেলনে ডিপাই নিজেই নিশ্চিত করেন তার বার্সেলোনায় যোগ দিতে যাওয়ার বিষয়টি।
“সবাই জানে, বার্সেলোনার সঙ্গে আমার অনেক দিন ধরে যোগাযোগ চলছে। আমি রোনাল্ড কুমানের দলের হয়ে খেলতে চাই। এখন অপেক্ষার পালা, তবে শিগগিরই এ বিষয়ে খবর আসবে”
কুমান কথা বলেছেন সাবেক লিভারপুল মিডফিল্ডার ভেইনালডামকে নিয়েও। বার্সেলোনার সাথে মৌখিক সম্মতি হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে পিএসজিতে যোগ দেন এই ডাচ তারকা।
“আমি গিনির (ভেইনালডাম) সাথে তাকে সাইন করার ব্যাপারে কথা বলেছিলাম এবং শেষ পর্যন্ত সে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটার সাথে বার্সেলোনার অবস্থান সম্পর্কিত।”
স্প্যানিশ গনমাধ্যমের খবর, ডিপাইয়ের বার্সেলোনায় যোগদানের প্রক্রিয়াটি পিছিয়ে গেছে নেদারল্যান্ডস কোচ ফ্রাঙ্ক দি বোর অনুরোধে। জাতীয় দলের হয়ে পূর্ণ মনোযোগ ধরে রাখতে ডিপাই ও তার সতীর্থদের দলবদলের খবর পিছিয়ে দিতে বলেছেন তিনি।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডাচরা। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে তারা।
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়