নিজেদের ফেভারিট মানছেন না ইতালি কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2021 03:56 PM BdST Updated: 17 Jun 2021 03:56 PM BdST
-
ইতালি কোচ রবের্তো মাননিচি।
-
দুর্দান্ত ফর্মে রয়েছে ইতালি ফুটবল দল।
প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ইতালি। প্রথম দল হিসেবে উঠে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে চারিদিক থেকে আসছে প্রশংসার জোয়ার। তবু নিজেদের ফেভারিট মনে করছেন না দলটির কোচ রবের্তো মানচিনি। আসরে ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়ামকে এগিয়ে রাখছেন তিনি।
রোমের স্তাদিও অলিম্পিকোয় ‘এ’ গ্রুপে বুধবার সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারায় ইতালি। দুই অর্ধে একটি করে গোল করেন মানুয়েল লোকাতেল্লি, আর শেষ দিকে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত ইতালি। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা তুরস্ককেও হারিয়েছিল একই ব্যবধানে। দলের এমন দুর্দান্ত ফর্মই বাড়িয়ে দিয়েছে ইতালি সমর্থকদের আশা। প্রত্যাশা এবার শিরোপা জয়ের।
স্বপ্ন হয়ত দেখছেন মানচিনি নিজেও; কিন্তু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আসরের ফেভারিট প্রশ্নে নিজেদের সেই কাতারে রাখলেন না তিনি।
“ফ্রান্স, পর্তুগাল আর বেলজিয়াম ইউরোর ফেভারিট। এক দল বিশ্ব চ্যাম্পিয়ন, এক দল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন আর অন্য দলটি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে।”

দুর্দান্ত ফর্মে রয়েছে ইতালি ফুটবল দল।
দলে উন্নতির আরও জায়গা দেখছেন ২০১৮ সালের মে মাসে দায়িত্বে আসা ৫৬ বছর বয়সী মানচিনি।
“উন্নতির জায়গা আছে। আমাদের এমন কিছু তরুণ খেলোয়াড় আছে যারা এমনকি ক্লাব পর্যায়ে ইউরোপিয়ান কাপেও খেলেনি। তাই ওদের অনেক উন্নতি করতে হবে।”
একই মাঠে আগামী শনিবার ইতালির প্রতিপক্ষ ওয়েলস। ম্যাচটিতে হারলে গ্রুপের দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে যেতে হবে মানচিনির দলকে।
সুইজারল্যান্ড ম্যাচের প্রথমার্ধে চোটের কারণে অধিনায়ক জর্জো কিয়েল্লিনিকে হারায় ইতালি। দলের বাকিদের ফিট রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাউকে বিশ্রাম দিবেন কিনা বা ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন কিনা, তা খেলোয়াড়দের শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে জানালেন কোচ।
“আমরা খেলোয়াড়দের অবস্থা কেমন থাকে দেখব, কারণ এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ, কিছু খেলোয়াড় শেষ দিকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আগামী দুদিন আমরা দেখব তারপর সিদ্ধান্ত নেব।”
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৯ মে ২০২২)
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর