রাশিয়ার স্বস্তির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jun 2021 09:09 PM BdST Updated: 16 Jun 2021 09:24 PM BdST
-
ফিনল্যান্ডের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর রাশিয়ার ফুটবলারদের উদযাপন।
-
ম্যাচের শুরুর দিকে জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে উদযাপন করতে পারেনি ফিনল্যান্ড।
প্রথমার্ধে পিছিয়ে পড়া ফিনল্যান্ড দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা চালিয়েও পেল না জালের দেখা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের হারিয়ে স্বস্তির জয় পেল রাশিয়া।
রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। বিরতির ঠিক আগে জয়সূচক গোলটি করেন আলেকসি মিরানচুক।
নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছিল ফিনল্যান্ড। ওই ম্যাচ চলাকালীন সময়েই ঘটেছিল ডেনিশ মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের হৃদরোগে আক্রান্তের ঘটনা। রাশিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ‘সুস্থ হয়ে ওঠো ক্রিস্তিয়ান’ লেখা বিশেষ টি-শার্ট পরে ওয়ার্ম-আপ করে ফিনল্যান্ড।
রাশিয়ার বিপক্ষে আগের দুই দেখায় ৯ গোল হজম করে দুটিতেই হারা ফিনল্যান্ডের এ দিনের শুরুটা ছিল দারুণ। ম্যাচের শুরুতেই জালে বল পাঠান দলটির ফরোয়ার্ড জোয়েল ফোইয়ানপালো; কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়ে।

ম্যাচের শুরুর দিকে জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে উদযাপন করতে পারেনি ফিনল্যান্ড।
স্বাগতিকরা প্রথম ভালো সুযোগ পায় দশম মিনিটে; ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন মোগামেদ আজদোয়েভ।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ দলীয় প্রচেষ্টায় তারা পায় সাফল্যের দেখা। সতীর্থের সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সে ঢুকে বাম পায়ে ঠাণ্ডা মাথার উঁচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরানচুক।
৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন দালের কুজিয়ায়েভ। ডান প্রান্ত থেকে ফাঁকায় সতীর্থের আড়াআড়ি ক্রস পেয়ে একটু বেশিই সময় নিয়ে ফেলেছিলেন। তার শট বামে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ায় ফিনল্যান্ড, কিন্তু লক্ষ্যের দেখা পায়নি।
একটি করে জয়ে গ্রুপের তিন দলের পয়েন্ট সমান ৩ করে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বেলজিয়াম, দুইয়ে রাশিয়া, তিনে ফিনল্যান্ড।
আগামী সোমবার রাশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক। একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফিনল্যান্ড।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে