ইউভেন্তুসেই থাকছেন মোরাতা

আগামী মৌসুমেও ইউভেন্তুসের জার্সিতে দেখা যাবে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 11:44 AM
Updated : 16 June 2021, 11:44 AM

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। তাকে নিয়ে দুই ক্লাবের মধ্যে নতুন সমঝোতা হয়েছে। ফলে ২০২১-২২ মৌসুমের শেষ পর্যন্ত ইউভেন্তুসেই থাকবেন মোরাতা।

চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়কে ভবিষ্যতে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগও আছে ইউভেন্তুসের সামনে।

ইউভেন্তুসে যোগ দেওয়ার পর ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে ২০ গোল করেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

২০১৪ সালে প্রথম ইউভেন্তুসে যোগ দিয়েছিলেন মোরাতা। দুই দফায় ক্লাবটির হয়ে ১৩৭ ম্যাচে ৪৭ গোল করেছেন তিনি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন মোরাতা। আগামী শনিবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।