বেলজিয়ামের অনুশীলনে ডে ব্রুইনে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেলজিয়ামের আশার পালে হাওয়া দিলেন কেভিন ডে ব্রুইনে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলটির তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 10:55 AM
Updated : 15 June 2021, 10:55 AM

গত সোমবার দলের সঙ্গে অনুশীলন করেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। দলটির পক্ষ থেকে এদিন জানানো হয়, মঙ্গলবার ও বুধবার অনুশীলনে তার অবস্থা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত হবে ডেনমার্কের বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ম্যাচে তিনি খেলতে পারবেন কি-না।

গত ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় ডে ব্রুইনের। বাঁ অক্ষিকোটরের হাড়ে চিড় ধরা পড়েছিল ম্যানচেস্টার সিটি তারকার। সফল অস্ত্রোপচারের পর বাড়িতে এক সপ্তাহ বিশ্রাম শেষে যোগ দেন জাতীয় দলে।

দলের সঙ্গে থাকলেও এতদিন অনুশীলনে ছিলেন না ডে ব্রুইনে। গত শনিবার রাশিয়ার সেন্ত পিতার্সবুর্গে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করে বেলজিয়াম; সেদিন তিনি ছিলেন বেলজিয়ামে দলের বেস ক্যাম্পে।

টানা দ্বিতীয় মৌসুম প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হন ডে ব্রুইনে।

দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে দীর্ঘ দিন ধরেই ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম এখনও বড় কোনো শিরোপা জেতেনি।

প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ ফিনল্যান্ড।