উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে: মেসি
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2021 01:34 PM BdST Updated: 15 Jun 2021 10:02 PM BdST
-
লিওনেল মেসির দারুণ ফ্রি কিকে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্লাস।
দারুণ খেলেও চিলির বিপক্ষে তিন পয়েন্ট মিলেনি। সামনের প্রতিপক্ষ কোপা আমেরিকার রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। নিজেদের শুরুটা ভালো না হওয়ায় সতর্ক আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। চিলির বিপক্ষে ড্রয়ের পর জানালেন, উরুগুয়ের বিপক্ষে জিততেই হবে তাদের।
রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
দুটি দলেরই কোপা আমেরিকায় শিরোপা খরা চলছে দীর্ঘদিন। উরুগুয়ের ২০১১ সাল থেকে। আর্জেন্টিনার ১৯৯৩ সাল থেকে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসানই নয়, মেসিদের সামনে সুযোগ আছে উরুগুয়ের রেকর্ড সাফল্য ছোঁয়ার।
চিলির কাছে পয়েন্ট খোয়ানোর পর উরুগুয়ে ম্যাচ নিয়ে আরও বেশি সতর্ক মেসি। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে সুয়ারেসদের বিপক্ষে ম্যাচটি আরও কঠিন হবে বলে মনে করেন তিনি।
“আমরা জয়ে শুরু চেয়েছিলাম। কঠিন এক দলের বিপক্ষে জয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সামনে উরুগুয়ে, যারা আমাদের সমমানের এবং ম্যাচটা আরও জটিল হবে।”
“এই কোপা আমেরিকায় আমাদের শুরুতে খুবই কঠিন দুটি ম্যাচ এবং এ কারণে আমরা জয়ে শুরু চেয়েছিলাম। কিন্তু পারিনি। উরুগুয়ের বিপক্ষে অবশ্যই জিততে হবে।”
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে