শিকের অবিশ্বাস্য গোল, চেক রিপাবলিকের জয়

এক পলকে দেখে নিলেন, প্রতিপক্ষ গোলরক্ষক দাঁড়িয়ে আছেন মাঝমাঠের কাছে! সুযোগ বুঝে বল পেয়েই শট নিলেন পাত্রিক শিক। বিপদ বুঝতে পেরে ডেভিড মার্শাল দৌড় দিলেন বটে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ম্যাচের ফলও তাতে নির্ধারিত হয়ে গেল। দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল চেক রিপাবলিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 03:03 PM
Updated : 14 June 2021, 08:11 PM

ম্যাচের শুর থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ইউরোয় ফেরাটা সুখকর হলো না স্কটল্যান্ডের। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে সোমবার ‘ডি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে চেক রিপাবলিক। দুই অর্ধে একটি করে গোল করেন পাত্রিক শিক।

চেক রিপাবলিকের বিপক্ষে জয় অধরাই রয়ে গেল স্কটিশদের। আগের চারবারের দেখায় তারা হেরেছিল তিনবার, অন্যটি ড্র।

৫৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ১৯ শট নেয় স্বাগতিকরা, যার চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে সফরকারীদের ১০ শটের সাতটিই লক্ষ্যে।

করোনাভাইরাস বিধিনিষেধের কারণে ১২ হজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি পায়। পুরোটা সময় মাঠ মাতিয়ে রাখেন ৯ হাজার স্বাগতিক দর্শক। কিন্তু শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়ে হারের হতাশা সঙ্গী করে। সবশেষ ১৯৯৬ সালে প্রতিযোগিতাটিতে খেলেছিল তারা।

অল্প সময়ের ব্যবধানে দুইবার স্কটিশ ফরোয়ার্ড লিন্ডন ডাইকসকে বঞ্চিত করেন চেক গোলরক্ষক।

শুরু থেকে দুই দলই গোছালো ফুটবলে আক্রমণের চেষ্টা চালায়। প্রথম ভালো সুযোগ পায় স্কটিশরা। ৩২তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের জোরালো উঁচু শট লাফিয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে চেক রিপাবলিকের ত্রাতা গোলরক্ষক তমাশ ভাসলিক।

বিরতির তিন মিনিট আগে এগিয়ে যায় চেকরা। ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড শিক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডাবল সেভে ব্যবধান বাড়তে দেননি স্কটিশ গোলরক্ষক। ৪৮তম মিনিটে গ্রান্ট হ্যানলির শট ক্রসবারে লেগে ফিরলে হতাশা বাড়ে স্বাগতিকদের।

৫২তম মিনিটে শিকের ওই অবিশ্বাস্য গোল। যেখানে গোলরক্ষক মার্শালের দায় অনেক। কী বুঝে অতটা এগিয়ে গিয়েছিলেন, তিনিই জানেন। বড্ড দেরিতে বলের পিছু নিয়ে তিনিও জালে জড়ান।

স্কটিশদের হতাশ করে চেক রিপাবলিক ফুটবলারদের জয় উদযাপন।

ম্যাচে ফিরতে এরপর মরিয়া চেষ্টা চালায় স্কটল্যান্ড। অল্প সময়ের ব্যবধানে ফরোয়ার্ড লিন্ডন ডাইকসের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে জয় নিশ্চিত করেন চেক গোলরক্ষক।

গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেক রিপাবলিক। গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারানো ইংল্যান্ড সমান ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে চেক রিপাবলিকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। দিনের পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।