‘কলম্বিয়াকে প্রত্যাশিত ফুটবল খেলতে দেয়নি একুয়েডর’

কাঙ্ক্ষিত জয় মিললেও দল প্রত্যাশিত ফুটবল খেলতে না পারার হতাশা কাজ করছে কলম্বিয়া কোচ রেইনালদো রুয়েদার মনে। আর এজন্য প্রতিপক্ষকেই দোষারোপ করলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 11:05 AM
Updated : 14 June 2021, 11:05 AM

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জেতে কলম্বিয়া। প্রথমার্ধের শেষ দিকে গোলটি করেন এদুইন কার্দোনা।

আশানুরূপ পারফরম্যান্স না মিললেও পরিস্থিতি বুঝে বুদ্ধিমত্তার সঙ্গে তা সামাল দেওয়ায় ছেলেদের প্রশংসা করেছেন রুয়েদা।

“কলম্বিয়া যেভাবে খেলতে পারত, একুয়েডর তেমনটা খেলতে দেয়নি।…খেলোয়াড়রা দায়িত্বের প্রতি যে সচেতনতা দেখিয়েছে তা অমূল্য।”

ফ্রি-কিক থেকে দারুণ দলীয় প্রচেষ্টায় একুয়েডরের রক্ষণ ভেঙে গোলটি করে কলম্বিয়া। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

ম্যাচ শেষে গোলটির বিশেষত্ব তুলে ধরেন কলম্বিয়া কোচ। বারবার অনুশীলনের ফল মিলেছে বলে মনে করেন তিনি।

“গোলের জন্য এভাবে এগিয়ে যাওয়াটা এমনকিছু, যা নিয়ে খেলোয়াড়রা বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকেই কাজ করে আসছে।”

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে একুয়েডর, কিন্তু পায়নি জালের দেখা। ভেনেজুয়েলার সঙ্গে তারা আছে গ্রুপের তলানিতে। দিনের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হারে ভেনেজুয়েলা।

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়াকে ৬-১ গোলে হারিয়েছিল একুয়েডর। কিন্তু এদিন তেমন ফুটবলের দেখাই মেলেনি। রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন মোট ৩৩ বার।

সব মিলিয়ে একুয়েডরের এটি টানা তৃতীয় হার। গত জানুয়ারিতে রুয়েদা কোচ হওয়ার পর টানা তিন ম্যাচ অপরাজিত রইলো কলম্বিয়া।

দুই দলেরই পরের ম্যাচে প্রতিপক্ষ ভেনেজুয়েলা; কলম্বিয়া খেলবে আগামী শুক্রবার, আগামী সোমবার খেলবে একুয়েডর।