হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন

খেলা চলাকালীন সময়ে মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ক্রিস্তিয়ান এরিকসেন। তার মেডিকেল টেস্টের ফল এসেছে স্বাভাবিক, অবস্থাও স্থিতিশীল আছে বলে ডেনমার্ক দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 02:18 PM
Updated : 13 June 2021, 04:00 PM

ডেনমার্ক জাতীয় দলের চিকিৎসক মোর্টেন বোয়েসেন রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

“সে জ্ঞান হারিয়েছিল। আমরা হৃদরোগের চিকিৎসা করেছি। তার হার্ট অ্যাটাক হয়েছিল।”

“তাকে হারানোর কত কাছে আমরা ছিলাম? আমি জানি না, তবে আমরা তাকে ফিরে পেয়েছি এক ডিফিবেই, বেশ দ্রুতই বলা যায়।”

কেন এমনটি হয়েছিল তা জানেন না বোয়েসেন। তবে পরীক্ষার ফল সব স্বাভাবিক বলে জানান তিনি।

“এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো করা হয়েছে, সেগুলোর ফল ভালোই দেখাচ্ছে। কেন এমনটা ঘটেছিল তার কোনো ব্যখ্যা আমাদের কাছে নেই।”

ভিডিও কলের মাধ্যমে ডেনিশ ফুটবল দলের সদস্যরা এরিকসেনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিবিইউ) পরিচালক পিটার মোলের।

একই দিন দলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ইন্টার মিলান মিডফিল্ডারের অবস্থা স্থিতিশীল। সতীর্থদের শুভেচ্ছাও জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

“তার অবস্থা স্থিতিশীল এবং আরও পরীক্ষার জন্য সে হাসপাতালেই থাকবে।… আজ সকালে আমরা ক্রিস্তিয়ানের সঙ্গে কথা বলেছি। সতীর্থদের সে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছে।”

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ম্যাচের ৪৩তম মিনিটে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এরিকসেন। তখনই ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। মাঠে শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় সিপিআর। এরপর নেওয়া হয় হাসপাতালে।

ম্যাচটি প্রথমে পরিত্যক্ত করার সিদ্ধান্ত এলেও কয়েক ঘণ্টা পর আবার সেটি শুরু হয়। ম্যাচটি ১-০ গোলে জেতে ফিনল্যান্ড।