ইউরোপা লিগের ফাইনালে হারার পর রোমা কোচ অকপটে জানিয়ে দিলেন, রানার্স আপ পদকের প্রতি কোনো টান নেই তার।
দলটির পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত শুক্রবারের অনুশীলন শেষে করা পরীক্ষায় ৩২ বছর বয়সী সানচেসের পায়ের পেশিতে চোট ধরা পড়ে। এজন্য ব্রাজিল সফরে দলের সঙ্গী হতে পারছেন না তিনি। দেশেই তিনি পুনর্বাসন চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোর তিনটায় রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে চিলি। ‘বি’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।