নতুন ১৬ জনকে দলে ডেকেছে ভেনেজুয়েলা

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে দলে করোনাভাইরাস প্রচণ্ড আঘাতে ভেনেজুয়েলার সব পরিকল্পনা ভেস্তে গেছে। দলটির মোট আট জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 09:19 AM
Updated : 13 June 2021, 12:16 PM

অতি সংক্রামক এই ভাইরাস দলে ছড়িয়ে পড়তে পারে আরও। তাছাড়া মাসব্যাপী চলবে টুর্নামেন্টটি। সব মিলিয়ে সামনে আরও জটিল পরিস্থিতি আসতে পারে ভেবে জরুরি ভিত্তিতে আরও ১৬ জন খেলোয়াড়কে ডাক দিয়েছে দলটি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সোমবার ভোর ৩টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। এর আগের দিন এক বিবৃতিতে দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ, যে শহরে ম্যাচটি হবে।

বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কনমেবল তাদের দেখভাল করছে।

পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৩ জনে। তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দলে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ১১। এর মধ্যেই আটজন খেলোয়াড়।