এরিকসেনের জন্য প্রার্থনা
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2021 12:53 AM BdST Updated: 13 Jun 2021 04:06 AM BdST
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচ চলাকালীন ক্রিস্তিয়ান এরিকসেনের হঠাৎ মাঠে লুটিয়ে পড়ার ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রীড়া বিশ্বকে। ডেনিশ এই মিডফিল্ডারের সুস্থতা কামনায় প্রার্থনা করছেন সবাই।
সাবেক-বর্তমান খেলোয়াড়, বিভিন্ন ক্লাব, জাতীয় দল, ক্রীড়ামোদী কে জানায়নি তার জন্য শুভ কামনা।
২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের ক্লাব ইন্টার মিলান টুইট করেছে, “ক্রিস, আমাদের সব ভাবনা তোমাকে ঘিরে। আমরা তোমার পাশে আছি।”

তার সুস্থতার কামনায় টুইট করেছেন ইউভেন্তুস ও পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
“আমাদের ভাবনা ও প্রার্থনা এরিকসেন ও তার পরিবারের জন্য। ভালো খবর পাওয়ার আশায় ফুটবল বিশ্ব অপেক্ষা করছে। শিগগিরই তোমাকে মাঠে ফিরতে দেখার প্রহর গুনছি। ক্রিস, শক্ত থাকো!”
চেলসির সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা লিখেছেন, “এরিকসেন, তোমার জীবনের জন্য লড়াই করো। আমরা তোমার জন্য প্রার্থনা করছি।”
লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন লিখেছেন, “তোমার জন্য প্রার্থনায় এরিকসেন।”

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার ম্যাচের ৪৩তম মিনিটে ঘটনাটি ঘটে। হাঁটতে হাঁটতে পড়ে যান এরিকসেন। ছুটে যান দুই দলের খেলোয়াড়রা। হাত ইশারায় তারা মেডিকেল স্টাফদের ডাক দেন। মাঠেই শুরু হয় চিকিৎসা। দেওয়া হয় সিপিআর। এতে ধারণা করা হয়, হার্টের সমস্যায় ভুগছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
সতীর্থ মার্টিন ব্রাথওয়েটকে দেখা যাচ্ছিল প্রার্থনা করতে। হাত কামড়াচ্ছিলেন ডেনিশ গোলরক্ষক কাসপের মাইকেল। তাদের চোখে ছিল জল। গ্যালারিতে অনেক দর্শক তখন কাঁদছিলেন।

পরে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা জানায়, হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসেনকে। তার অবস্থা এখন স্থিতিশীল। ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের টুইটার পেজে একটু পর জানায়, এরিকসেন সজাগ আছেন। আরও কিছু পরীক্ষা করানো হবে।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি