মাফ চাইলেন তুরস্কের কোচ, খেলোয়াড়রা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2021 06:11 PM BdST Updated: 12 Jun 2021 06:11 PM BdST
-
ইতালির বিপক্ষে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে তুরস্ক।
-
ম্যাচ শেষে এভাবে হতাশা প্রকাশ করেন তুরস্কের ফুটবলাররা।
বড় কোনো প্রতিযোগিতার শুরুতেই তুরস্কের দিক হারানোর গল্পটা অনেক পুরনো। তবে এবারের ইউরোর উদ্বোধনী ম্যাচে তাদের যে বেহাল দশা ফুটে উঠল, তা ভীষণ দৃষ্টিকটু। পুরো ম্যাচে প্রতিপক্ষকে একটুও ভাবাতে পারেনি তারা। ম্যাচ শেষে তাই এমন বাজে পারফরম্যান্সের জন্য ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন দলটির কোচ ও খেলোয়াড়রা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে রোমে শুক্রবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধে রক্ষণ জমাট রাখলেও শেষে আর পেরে ওঠেনি তুরস্ক। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দলটি হেরে যায় ৩-০ গোলে।
দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখা ইতালি গোলের উদ্দেশে শট নেয় মোট ২৪টি, যার আটটি ছিল লক্ষ্যে। বিপরীতে, তুরস্কের তিন শটের একটিও লক্ষ্যে ছিল না।
শুরুটা খারাপ করলেও দলটি দ্রুত ঘুরে দাঁড়াতে মরিয়া। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ভালো কিছু করার প্রত্যয় ফরোয়ার্ড কেনান কারামানের কণ্ঠে।
"আজকের (শুক্রবারের) পারফরম্যান্সের জন্য আমরা দুঃখিত। টেনিক্যালি ইতালি আমাদের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু এটা একটি টুর্নামেন্ট, তাই আমাদের পরবর্তী দুই ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।"

ম্যাচ শেষে এভাবে হতাশা প্রকাশ করেন তুরস্কের ফুটবলাররা।
সামর্থ্য অনুযায়ী নিজেদের মেলে না ধরতে পেরে হতাশ তুর্কি লেফটব্যাক মেরাস।
"যেভাবে ভেবেছিলাম মাঠে আমরা তার প্রতিফলন ঘটাতে পারিনি। আমরা দুঃখিত। বাকি দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট অর্জন করাই এখন আমাদের লক্ষ্য।"
শিষ্যদের খেলায় অসন্তুষ্ট কোচ সেনোল গিনেশও। হতাশা ঝরেছে তার কণ্ঠেও।
"আমি আরও ভালো খেলা আশা করেছিলাম, আমি হতাশ। আমরা স্বাগতিকদের কাছে হেরেছি, আমরা দুঃখিত।"
"খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় আমি গর্বিত, তবে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ছিল ইতালির হাতেই। আমরা ড্র করলে কিংবা জিতলেও আমি আমার দলের একইরকম সমালোচনা করতাম।”
ফুটবল ইতিহাসে তুরস্কের সবচেয়ে বড় অর্জন ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া। ওই সাফল্যও এসেছিল কোচ গিনেশের হাত ধরে। দ্বিতীয় মেয়াদে স্বদেশের দায়িত্বে থাকা এই অভিজ্ঞ কোচের আশা, ওয়েলসের বিপক্ষে তার দল ভালো করবে।
“স্বাভাবিকভাবেই আমাদের খুব খারাপ লাগছে। তবে তার মানে এই নয় যে বুধবার ওয়েলসের বিপক্ষে ম্যাচে আমরা প্রস্তুত থাকবো না। বরং আমরা আরও উজ্জীবিত থাকব।”
বিশ্বকাপ ও ইউরো মিলে এই নিয়ে সাত আসরের প্রতিটিই হেরে শুরু করল দলটি। অন্তত এমন তিনটি টুর্নামেন্ট খেলেছে, কিন্তু প্রথম ম্যাচে জিততে না পারা একমাত্র দল তারাই।
তাদের সামনে এখন ব্যর্থতার জাল ছিড়ে বেরিয়ে আসার কঠিন চ্যালেঞ্জ। ‘এ’ গ্রুপে তুরস্কের আরেক প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
টিভিতে আজ
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা