ইউরোয় মৃত্যুকূপে ফ্রান্স: বেন ইয়েদের

এবারের ইউরোর ড্রয়ের পর থেকেই ‘এফ’ গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ; তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও গতবারের শিরোপাজয়ী পর্তুগালের সঙ্গে আছে গেলবারের রানার্সআপ ফ্রান্স। অভিযান শুরুর আগে পুরনো সেই কথাই বললেন ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের। এমন কঠিন গ্রুপের বাধা পেরুতে তাই শুরুটা ভালো করা খুব প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 10:30 AM
Updated : 12 June 2021, 10:30 AM

২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরা ফ্রান্সের আরেক গ্রুপ সঙ্গী ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩৭ নম্বর দল হাঙ্গেরি।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স। গ্রুপের কোনো দলের জন্যই যে পরের রাউন্ডে পা রাখা সহজ হবে না, তা ভালোভাবেই জানেন বেন ইয়েদের। তাই জয়ে শুরুর তাগিদ অনুভব করছেন মোনাকোর এই ফরোয়ার্ড।

“এটা ‘গ্রুপ অব ডেথ’। গ্রুপের দলগুলো খুবই ভালো। আমরা প্রচুর প্রাণশক্তি নিয়ে প্রতিযোগিতাটি শুরু করব। যেকোনো ভাবে আমরা শুরুটা ভালো করতে চাই আর এজন্য আমরা আমাদের সর্বোচ্চটা দেব।”

“শুরুতে আমাদের একটি বড় ম্যাচ আছে এবং আমরা জানি প্রথম ম্যাচের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ম্যাচটি হবে জার্মানির মিউনিখে। স্বাগতিক দর্শকদের সামনে নিজেদের কাজটা আরও কঠিন হবে বলে মনে করেন ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ পাভার্দ।

“জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচটি খুব রোমাঞ্চকর। দারুণ জার্মান দলটির বিপক্ষে সহজ কোনো ম্যাচ হবে না। তবে, আমরা নিজেদের ওপর বাড়তি কোনো চাপ নিব না।”

আসরে ফেভারিট দলগুলোর একটি ফ্রান্স। তবে জার্মানি ও পর্তুগালও শিরোপার দাবিদার বলে মনে করেন বায়ার্ন মিউনিখ ফুটবলার পাভার্দ।

“আমরা একমাত্র ফেভারিট নই, তবে ফেভারিট দলগুলোর একটি। আসছে ম্যাচে আমরাই জিতব, এমনটা আমরা ভাবতে পারি না। আমাদের প্রতিটা ম্যাচ ধরে এগুতে হবে, এরপর দেখা যাবে।”