ইতালির লক্ষ্য ইউরোর সেমি-ফাইনাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2021 11:22 PM BdST Updated: 12 Jun 2021 12:33 AM BdST
-
ইউরোর উদ্বোধনী ম্যাচের আগে ইতালির সবশেষ অনুশীলন সেশনে কথা বলছেন কোচ রবের্তো মানচিনি।
ইতালি একবারই পেয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাদ; সেই ১৯৬৮ সালে। এরপর দুইবার হয়েছে রানার্সআপ। সবশেষ ২০১২ সালে। পাঁচ দশকেরও বেশি সময়ের খরা কাটানোর প্রত্যাশা আছে ঠিকই। তবে আপাতত দলটির কোচ রবের্তো মানচিনির লক্ষ্য সেমি-ফাইনাল।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় রোমে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শুরু করবে ইতালি। ২০১৮ বিশ্বকাপের বাছাই পেরুতে ব্যর্থ হওয়া দলটি পাঁচ বছরের মধ্যে এই প্রথম বড় কোনো আসরে খেলতে যাচ্ছে।
সবশেষ ২৭ ম্যাচ অপরাজিত ইতালিকে এবারের ইউরোর ফেভারিটদের একটি বলে মনে করছেন অনেকে। তবে মানচিনি এখনই বড় স্বপ্ন দেখতে রাজি নন। সেমি-ফাইনালে খেলার প্রাথমিক লক্ষ্য পূরণে দলকে দিচ্ছেন উপভোগের মন্ত্র।
“আমি মনে করি, আমরা যে সব বিষয়ের মধ্য দিয়ে গিয়েছি, এখন সময় মুখে হাসি ফেরানোর চেষ্টা করার। আগামী মাসে আমাদের এটাই লক্ষ্য। আমরা চাই লোকে তাদের মত করে উপভোগ করুক এবং মজা পাক। আমি মনে করি, সবার জন্য এই ৯০ মিনিট দারুণ সময় হবে এবং আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিব।”
“সর্বোপরি কোনো টুর্নামেন্টে শুরুর ম্যাচ কঠিনতম ম্যাচগুলোর একটি। আমাদের অবশ্যই খোলা মন নিয়ে থাকতে হবে এবং মজা করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। তিন বছর আগে আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং এখন আরও বেশি আত্মবিশ্বাসী। আমরা খুবই ভালোভাবে কাজ করেছি। দারুণ সব খেলোয়াড় এবং আমাদের দুর্দান্ত টিম স্পিরিট আছে।”
এবারের আসরের সেমি-ফাইনাল দুটি হবে লন্ডনে। মানচিনিও ছক কষছেন লন্ডনের সেমি-ফাইনাল মাথায় রেখে।
“আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি এবং উপভোগ করছি। এই উপভোগ চালিয়ে যেতে চাই। প্রতিযোগিতার শেষ দিকে, লন্ডনে যেতে পারলে আমাদের ভালো লাগবে।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
-
‘লেভানদোভস্কিকে দলে টানার অবস্থায় নেই বার্সা’
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়