গোল খরা নিয়ে চিন্তিত নন বেল

রিয়াল মাদ্রিদে নিজেকে হারাতে বসা গ্যারেথ বেল গত মৌসুমে ধারে পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে গিয়ে ঝলক দেখিয়েছেন। গোল করে ও করিয়ে জানান দিয়েছেন এখনো ফুরিয়ে যাননি তিনি। ক্লাব পর্যায়ে নিজেকে ফিরে পেলেও লম্বা সময় ধরে জাতীয় দলে ভুগছেন গোল খরায়। তবে ইউরো অভিযান শুরুর আগে ওয়েলসের এই ফরোয়ার্ড বললেন, গোল করা নিয়ে তিনি চিন্তিত নন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 04:19 PM
Updated : 11 June 2021, 06:33 PM

জাতীয় দলের হয়ে বেল ২০১৯ সালে সবশেষ গোল করেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর ১১ ম্যাচে আর বল জালে জড়াতে পারেননি তিনি। তবে এ সময় সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন পাঁচটি। যে কোনোভাবে দলে অবদান রাখাটাই মুখ্য এই ফরোয়ার্ডের কাছে।

“এটা কোনো বিষয় না। আমি অ্যাসিস্ট করেছি, অবদান রাখছি। আমি চিন্তিত নই।”

“গোলের সুযোগ পেলে সেটা কাজে লাগানোর ব্যাপারে আমি আশাবাদী।”

শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো ২০২০ মিশন শুরু করবে ওয়েলস।

২০০৬ সালে ওয়েলসের হয়ে অভিষেকের পর থেকে ৯২ ম্যাচে ৩৩ গোল করেছেন ৩১ বছর বয়সী তারকা।

ওয়েলসের নিয়মিত কোচ রায়ান গিগসের বিরুদ্ধে দুই জন নারীকে লাঞ্ছিত করার দায়ে ইংল্যান্ডে বিচার চলছে। তার অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পাওয়া রবার্ট পেজের কাছে দলে বেলের অবদানই মুখ্য।

“বেল গোল না পাওয়ায় সবকিছু শেষ হয়ে যায়নি। গোল না করলেও সে গোল করাতে সাহায্য করছে। সে যদি গোল না পায়, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সে গোল করাচ্ছে কিনা। আর সে তা করছে।”

সুইজারল্যান্ড ছাড়া ‘এ’ গ্রুপে ওয়েলসের অন্য দুই প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও তুরস্ক।