বার্সা বা ইউভেন্তুস নয়, ডিপাইয়ের ভাবনায় শুধুই ইউরো

এই গ্রীষ্মেই অলিম্পিক লিওঁকে বিদায় বলবেন তিনি। নতুন ঠিকানা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে বার্সেলোনা, ইউভেন্তুস বা অন্য কোথাও যোগ দিবেন মেমফিস ডিপাই। তবে আপাতত ক্লাব নয়, নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের ভাবনায় শুধুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 02:58 PM
Updated : 11 June 2021, 06:34 PM

আগামী রোববার ‘সি’ গ্রুপে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। জাতীয় দলের সংবাদ সম্মেলনে ডিপাই জানান, আসরটি ভালোভাবে শেষ করে পরে ভাবতে চান ক্লাব ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নিয়ে।

“এ মুহূর্তে আমার কাজ হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এর বেশি কিছু নয়। এর বাইরের কিছু নিয়ে আমি ভাবছি না।”

বার্সেলোনা বা ইউভেন্তুসে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জনেও কান দিচ্ছেন না ডিপাই।

“জানি, গুঞ্জন চলছে এবং সবসময় এটা থাকে। বিশ্ব ফুটবল এমনই এবং এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত আমি।”

“এর বাইরে আমি আর বেশি কিছু বলব না। ট্রান্সফার মার্কেট অনেক লম্বা সময়ের এবং সামনে অনেক সময় পড়ে আছে (এসব নিয়ে ভাবার জন্য)।”