বার্সা বা ইউভেন্তুস নয়, ডিপাইয়ের ভাবনায় শুধুই ইউরো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2021 08:58 PM BdST Updated: 12 Jun 2021 12:34 AM BdST
এই গ্রীষ্মেই অলিম্পিক লিওঁকে বিদায় বলবেন তিনি। নতুন ঠিকানা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে বার্সেলোনা, ইউভেন্তুস বা অন্য কোথাও যোগ দিবেন মেমফিস ডিপাই। তবে আপাতত ক্লাব নয়, নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের ভাবনায় শুধুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
আগামী রোববার ‘সি’ গ্রুপে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। জাতীয় দলের সংবাদ সম্মেলনে ডিপাই জানান, আসরটি ভালোভাবে শেষ করে পরে ভাবতে চান ক্লাব ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নিয়ে।
“এ মুহূর্তে আমার কাজ হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এর বেশি কিছু নয়। এর বাইরের কিছু নিয়ে আমি ভাবছি না।”
বার্সেলোনা বা ইউভেন্তুসে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জনেও কান দিচ্ছেন না ডিপাই।
“জানি, গুঞ্জন চলছে এবং সবসময় এটা থাকে। বিশ্ব ফুটবল এমনই এবং এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত আমি।”
“এর বাইরে আমি আর বেশি কিছু বলব না। ট্রান্সফার মার্কেট অনেক লম্বা সময়ের এবং সামনে অনেক সময় পড়ে আছে (এসব নিয়ে ভাবার জন্য)।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়