প্রথম ম্যাচে ডে ব্রুইনেকে পাচ্ছে না বেলজিয়াম

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাওয়া চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি কেভিন ডে ব্রুইনে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে তাই এই মিডফিল্ডারকে পাচ্ছে না বেলজিয়াম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 01:55 PM
Updated : 11 June 2021, 06:34 PM

গত ২৯ মে’র ওই ফাইনালে চেলসির ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর মাঠ ছাড়েন ডে ব্রুইনে। পরদিন ম্যানচেস্টার সিটির এই তারকা নিজেই জানান, তার নাক ফেটে গেছে। বাঁ অক্ষিকোটরের হাড়ে ধরা পড়েছে চিড়।

সফল অস্ত্রোপচারের পর গত সোমবার অবশ্য জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ডে ব্রুইনে। তবে এখনই ম্যাচে ফিরছেন না তিনি।

পায়ের চোট থেকে সেরে ওঠার পথে থাকা আরেক মিডফিল্ডার অ্যালেক্স উইটসেলও খেলবেন না ইউরোতে বেলজিয়ামের প্রথম ম্যাচে, টুইট করে শুক্রবার নিশ্চিত করেছে দলটি।

“অ্যালেক্স উইটসেল ও কেভিন ডে ব্রুইনে রাশিয়ায় যাচ্ছে না। সেরে ওঠার প্রক্রিয়ায় তারা বেলজিয়ামের অনুশীলন ক্যাম্পে থাকবে।”

আগামী ১২ জুন সেন্ট পিটারবুর্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরোয় পথচলা শুরু করবে বেলজিয়াম।