কোপা আমেরিকা থেকে সরে যাচ্ছে স্পন্সররা

সমালোচনার মুখে কোপা আমেরিকার পৃষ্ঠপোষকতা থেকে একে একে সরে যাচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান। এবার সে দলে যোগ দিল বেভারেজ কোম্পানি দিয়াজিও পিএলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 07:32 AM
Updated : 11 June 2021, 07:33 AM

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই আসর আগামী রোববার মাঠে গড়াবে। বৃহস্পতিবার এর পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়ানোর কথা জানায় দিয়াজিও। কারণ হিসেবে তারা বলেছে, ব্রাজিলের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি ও খেলোয়াড়দের সমালোচনার কথা।

গত ‍বুধবার মাস্টারকার্ড ও আমবিয়েভ কোপা আমেরিকার পৃষ্ঠপোষকতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

কলম্বিয়া ও আর্জেন্টিনায় প্রতিযোগিতাটি এবার আয়োজনের কথা ছিল। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় এবং আর্জেন্টিনার করোনাভাইরাস পরিস্থিতি খারাপ থাকায় সেখান থেকে সরিয়ে ব্রাজিলে নেয় কনমেবল।

কলম্বিয়া-আর্জেন্টিনায় যখন প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত ছিল, তখন প্রতিযোগিতাটির স্পন্সর হয়েছিল দিয়াজিও। 

ব্রাজিলে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়। ফলে দেশের ভেতরেই এই আয়োজন নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এমনকি প্রশ্ন তোলেন খেলোয়াড়রাও।