বার্সাকে ‘পাশ কাটিয়ে’ পিএসজিতে ভেইনালডাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2021 07:55 PM BdST Updated: 10 Jun 2021 07:55 PM BdST
জর্জিনিয়ো ভেইনালডামকে দলে টানতে প্রায় সব চেষ্টা করেও সফল হলো না বার্সেলোনা। পিএসজির লোভনীয় প্রস্তাবে সায় দিয়ে তিন বছরের চুক্তিতে দলটিতে যোগ দিয়েছেন এই ডাচ মিডফিল্ডার।
সুত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমের খবর ছিল, বার্সেলোনাতে 'প্রায়' যোগ দিয়েই ফেলেছিলেন ভেইনালডাম। জোরালো ওই গুঞ্জনের মাঝেই কদিন আগে দৃশ্যপটে পরিবর্তন আসতে শুরু করে। বার্সেলোনার চেয়ে পিএসজি নাকি দ্বিগুণ বেতনের প্রস্তাব দেয় আর তাতেই মন ঘুরেই যায় ৩০ বছর বয়সী ফুটবলারের।
ফরাসি ক্লাবটির ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে, ফ্রি ট্রান্সফারে ভেইনালডামের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার বেতন বা অন্যান্য ভাতা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
দুই সপ্তাহ আগে মৌখিকভাবে নাকি ২০২৪ সাল পর্যন্ত চুক্তিতে বার্সেলোনায় যোগ দিতে রাজি হয়েছিলেন ভেইনালডাম। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরের কথাও ছিল দুপক্ষের। কিন্তু শেষে এসে সব বদলে দিল পিএসজি।
ভেইনালডামের প্রতি পিএসজি কোচ মাউরিচিও পচেত্তিনোর আগ্রহ বেশ পুরনো। ২০১৬ সালে টটেনহ্যাম হটস্প্যারের কোচ থাকাকালীন সময়েও তাকে দলে ভেড়াতে চেয়েছিলেন তিনি। অবশেষে এবার ডাচ মিডফিল্ডারকে দলে পেলেন এই আর্জেন্টাইন কোচ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছেন ভেইনালডাম। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৪ জুন ইউক্রেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। গ্রুপ ‘সি’ তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও নর্থ মেসিডোনিয়া।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন