সেমিতে মুখোমুখি নাদাল-জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2021 04:04 PM BdST Updated: 10 Jun 2021 04:04 PM BdST
-
রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ
গত আসরের দুই ফাইনালিস্টের এবার দেখা হচ্ছে সেমি-ফাইনালে। ইতালির মাত্তেও বেররেত্তিনিকে হারিয়ে ফরাসি ওপেনের শেষ চারে রাফায়েল নাদালের বিপক্ষে খেলা নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।
রোলাঁ গাঁরোয় শেষ আটে বুধবার রাতে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা জেতেন ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে।
৫ হাজার দর্শক এ দিন গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। তবে স্থানীয় সময় রাত ১১টা থেকে কারফিউ শুরু হওয়ায় গ্যালারি থেকে দর্শকদের চলে যাওয়া নিশ্চিত করতে চতুর্থ সেট চলার সময় ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। এরপর পিনপতন নীরবতার মধ্যে খেলতে হয় জোকোভিচ-বেররেত্তিনিকে।
একই দিন আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শেষ চারে ওঠেন এই প্রতিযোগিতায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল।
৩৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকা গত আসরের ফাইনালে জোকোভিচকে হারিয়ে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান। এবার রেকর্ডটা একার করে নেওয়ার লক্ষ্যে ছুটছেন ক্লে কোর্টের রাজা।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ৫৮তম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন নাদাল ও জোকোভিচ। দুজনের লড়াইয়ে ২৯-২৮-এ জোকোভিচ এগিয়ে আছেন। জয়ী খেলোয়াড় রোববারের ফাইনালে স্তেফানোস সিৎসিপাস অথবা আলেক্সান্ডার জেভেরেভের মুখোমুখি হবেন।
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
-
সেরি আয় প্রথম নারী রেফারি
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন