রেকর্ড পানে ছুটছেন নাদাল

দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন দিয়েগো শয়ার্টসমান। কিন্তু এরপর আর পেরে ওঠেননি তিনি। এই আর্জেন্টাইনকে হারিয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 05:29 PM
Updated : 9 June 2021, 05:29 PM

রোলাঁ গাঁরোয় শেষ আটে বুধবার ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে জেতেন এই প্রতিযোগিতায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদাল।

তৃতীয় বাছাই ৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড এখানে টানা ৩৬ সেট জয়ের পর এই প্রথম কোনো সেট হারলেন। সবশেষ তার এমন অভিজ্ঞতা হয়েছিল ২০১৯ আসরের ফাইনালে। 

ফরাসি ওপেনে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড বাড়িয়ে নিতে ও পুরুষ এককের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রেকর্ডটা একার করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন নাদাল। শেষ চারে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ অথবা ইতালির মাত্তেও বেররেত্তিনির মুখোমুখি হবেন তিনি।

গত আসরের ফাইনালে জোকোভিচকে হারিয়ে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ (২০) গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল।