চ্যাম্পিয়ন শিয়াওতেককে বিদায় করে শেষ চারে সাকারি

ফরাসি ওপেনে আগে কখনও তৃতীয় রাউন্ড পার হতে পারেননি। তবে এবার চমক দেখালেন মারিয়া সাকারি। গত আসরের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেককে সরাসরি সেটে হারিয়ে মেয়েদের এককে সেমি-ফাইনালে উঠলেন গ্রিসের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 04:21 PM
Updated : 9 June 2021, 04:21 PM

রোলাঁ গাঁরোয় শেষ আটে বুধবার পোল্যান্ডের শিয়াওতেককে ৬-৪, ৬-৪ গেমে হারান ১৭তম বাছাই সাকারি। সঙ্গে প্রথমবারের মতো ওঠেন কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে।
 
গতবার ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই এখানে শিরোপা উৎসব করা শিয়াওতেককে দ্বিতীয় সেট চলার সময় ঊরুর চোটে ভুগতে দেখা যায়। এসময় মেডিকেল ‘টাইম-আউট’ নিয়েছিলেন তিনি।
 

ইগা শিয়াওতেক

রোলাঁ গাঁরোয় শেষ চারে উঠে স্বপ্ন পূরণের আনন্দ অনুভব করছেন ২৫ বছর বয়সী সাকারি।
“আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা দারুণ অনুভূতি।”
শেষ চারে চেক রিপাবলিকের বারবোরা ক্রেজচিকোভার মুখোমুখি হবেন সাকারি। শেষ আটে যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান ২৫ বছর বয়সী ক্রেজচিকোভা।

এবারের চার সেমি-ফাইনালিস্টই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠেছেন। বৃহস্পতিবার শেষ চারের আরেক ম্যাচে স্লোভেনিয়ার তামারা জিদানসেকের বিপক্ষে লড়বেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা।