ছন্দে গ্রিজমান, জিরুদের জোড়া গোল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2021 03:11 AM BdST Updated: 09 Jun 2021 03:43 AM BdST
টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন অঁতোয়ান গ্রিজমান। বদলি নেমে জোড়া গোল করলেন অলিভিয়ে জিরুদ। বুলগেরিয়াকে সহজেই হারিয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল ফ্রান্স।
প্যারিসে মঙ্গলবার রাতে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
জয়ের দিনে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের জন্য দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে করিম বেনজেমার চোট। হাঁটুতে আঘাত পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েলসকেও একই ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। ওই ম্যাচেও একটি গোল করেছিলেন গ্রিজমান।

১৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পান বেনজেমা। পল পগবার ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে উড়িয়ে মারেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
এর মিনিট দশেক পর গ্রিজমানের অ্যাক্রোবেটিক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর এমবাপের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে উপরে ওঠার পর বল পান বার্সেলোনা ফরোয়ার্ড। তার শট অবশ্য একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়।

বিরতির আগে আরেকটি গোল পেতে পারতেন তিনি। তার শট এবার দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
এর আগেই একটি হেড নিতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান বেনজেমা। সাইডলাইনে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার পর মাঠ ছাড়েন প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফেরা এই ফুটবলার। তার বদলি নামেন জিরুদ।

৮৩তম মিনিটে ডান ডিক থেকে বাঁজামাঁ পাভার্দের পাসে কাছ থেকে বাঁ পায়ের টোকায় ঠিকানা খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইয়েদের পাসে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
আগামী মঙ্গলবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে ফ্রান্স। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক