ইউরোয় ডি বিককে পাচ্ছে না নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2021 06:08 PM BdST Updated: 08 Jun 2021 06:09 PM BdST
-
ডনি ফন ডি বিক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ধাক্কা খেল নেদারল্যান্ডস। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার ডনি ফন ডি বিক।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানায়। তবে ২৪ বছর বয়সী এই ফুটবলারের চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সংবাদমাধ্যমের খবর, কুঁচকির চোটে ভুগছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমটা ডি বিকের ভালো কাটেনি। গত গ্রীষ্মে আয়াক্স থেকে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিতে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে শুরুর একাদশে ছিলেন কেবল চার ম্যাচে।
জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচের সবশেষটি তিনি খেলেন গত মার্চে, বিশ্বকাপ বাছাইয়ে জিব্রাল্টারের বিপক্ষে নেদারল্যান্ডসের ৭-০ গোলে জয়ের ম্যাচে।
তার বদলি হিসেবে কাউকে দলে ডাকেননি নেদারল্যান্ডস কোচ ফ্রাঙ্ক ডি বোর। আগামী রোববার নিজেদের মাঠে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে ডাচরা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও নর্থ মেসিডোনিয়া।
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন