সরেই দাঁড়ালেন ফেদেরার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2021 09:31 PM BdST Updated: 06 Jun 2021 09:31 PM BdST
-
রজার ফেদেরার
তৃতীয় রাউন্ডে জয়ের পর দিয়েছিলেন ইঙ্গিত। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। শরীরের ওপর চাপ কমাতে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন সুইস তারকা রজার ফেদেরার।
রোলাঁ গাঁরোয় শনিবার রাতে জার্মানির ডমিনিক কোয়েপফেরকে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর ৩৯ বছর বয়সী ফেদেরার জানান, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা রোববার আয়োজকদের পাঠানো বিবৃতিতে নিশ্চিত করেন বিষয়টি।
“আমার দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, রোলাঁ গাঁরো থেকে আজ আমাকে সরিয়ে নেওয়া দরকার। হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও এক বছরের বেশি সময় পুনর্বাসনের পর শরীরের ডাক শোনা এবং পুরোপুরি সেরে ওঠার জন্য যেন তাড়াহুড়ো না হয়, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।”
“এখানে তিনটি ম্যাচ খেলতে পেরে আমি রোমাঞ্চিত। কোর্টে ফেরার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।”
গত বছর দুবার হাঁটুতে অস্ত্রোপচার করানো ফেদেরার ফরাসি ওপেন দিয়ে ১৬ মাস পর গ্র্যান্ড স্ল্যামে ফেরেন। এই বছরের উইম্বলডনে খেলাই এখন তার মূল লক্ষ্য। আগামী ২৮ জুন শুরু হবে এই টুর্নামেন্ট।
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল