‘সুপার লিগ অভ্যুত্থান নয়, মরিয়া সতর্কবার্তা’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2021 10:39 PM BdST Updated: 04 Jun 2021 10:52 PM BdST
ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আরও একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইউভেন্তুস। ইতালিয়ান ক্লাবটির প্রধান আন্দ্রেয়া আগনেল্লি জানিয়েছেন, এই টুর্নামেন্টে কোনো অভ্যুত্থান নয়, বরং মহামারীতে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ফুটবলকে বাঁচানোর একটি মরিয়া প্রয়াস।
গত এপ্রিলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগ চালুর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সমালোচনায় মুখর হয় ভক্ত-সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দও। প্রবল চাপ আসতে থাকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকেও।
চাপের মুখে ৭২ ঘণ্টার মধ্যে ১২ ক্লাবের মধ্যে নয়টি ক্লাব নিজেদের সরিয়ে নেয়। অনড় অবস্থানে থেকে যায় বিতর্কিত লিগটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুস। এর পক্ষে বিভিন্ন সময়ে নানা যুক্তিও তুলে ধরেছে তারা।
ইউভেন্তুসের ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচির বিদায়ী সংবাদ সম্মেলনে শুক্রবার উঠে আসে সুপার লিগ প্রসঙ্গ। এবারও পুরfন সুরেই কথা বললেন আগনেল্লি। বর্তমান ফুটবল ব্যবস্থার সমালোচনা করলেন আবারও।
“সুপার লিগ কোনো অভ্যুত্থান নয়, তবে এটা একটা ব্যবস্থার বিরুদ্ধে মরিয়া সতর্কবার্তা, যেটা জেনে হোক বা না জেনে দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।”
“বছরের পর বছর আমি ইউরোপিয়ান প্রতিযোগিতার ভেতর থেকে বদলানোর চেষ্টা করেছি, কারণ, সংকটের উপসর্গগুলো মহামারীর আগে থেকেই ছিল স্পষ্ট।”
সুপার লিগের পক্ষে অনড় অবস্থানে থাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা। এরপরও নিজেদের অবস্থান বদলায়নি দল তিনটি।
কঠিন সময়ে উয়েফার এমন আচরণ ফুটবলের জন্য সহায়ক নয় বলে মন্তব্য করেন আগনেল্লি। এজন্য আবারও সংলাপের আহ্বান জানান তিনি।
“এমন সংকট মোকাবেলায় এই ধরনের আচরণ দিয়ে ফুটবল সংস্কার হয় না। সৌভাগ্যক্রমে, আমি জানি উয়েফার সকলেই একইরকমভাবে সবকিছু ভাবে না। যাই হোক, তাদের সঙ্গে আমাদের আলোচনায় বসার ইচ্ছা অপরিবর্তিত রয়েছে।”
"ইউভেন্তুস, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রতিযোগিতাগুলোর পরিপূর্ণ সংস্কারের জন্য বদ্ধপরিকর। বিশেষ করে সেই সব ক্লাবের জন্য যারা এই পরিস্থিতিতে তাদের ভয়ের কথা আমাদের জানিয়েছে।"
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি