ইউরো শেষ অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের

শুরুর আগেই ইউরো শেষ হয়ে গেল ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। ঊরুতে চোট পেয়ে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 11:31 AM
Updated : 4 June 2021, 11:31 AM

ওয়েম্বলিতে আগামী ১৩ জুন ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো ২০২০ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

গত বুধবার অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া প্রস্তুতিমূলক ম্যাচের শেষ দিকে চোট পান লিভারপুলের এই সেন্টার ব্যাক। ২২ বছর বয়সী এই ফুটবলারকে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। নিজ ক্লাবে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি।

আগামী রোববার রোমানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতিমূলক ম্যাচের আগে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বিকল্প ঘোষণা করবেন না ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

জাতীয় দলের সবশেষ সাত ম্যাচ খেলতে না পারা অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ইউরো দলে অন্তর্ভূক্তি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। দলের চার সেন্টার ব্যাকের একজন ছিলেন তিনি।