বার্সায় ফিরলেন জর্ডি ক্রুইফ

সাবেক খেলোয়াড় জর্ডি ক্রুইফকে সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পরিবারের সঙ্গে কাতালান ক্লাবটির বন্ধন আরও দৃঢ় হলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 01:44 PM
Updated : 3 June 2021, 01:44 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার ৪৭ বছর বয়সী জর্ডির কাম্প নউয়ে ফেরার কথা জানায় বার্সেলোনা। 

এই দলটির হয়ে ৫৪ ম্যাচ খেলা জর্ডি অবসর নেওয়ার পর বিভিন্ন ক্লাবে ক্রীড়া পরিচালক ও কোচ হিসেবে কাজ করেছেন। চাইনিজ সুপার লিগের দল শেনঝেনের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে আগামী ১ অগাস্ট বার্সেলোনায় নতুন ভূমিকায় যোগ দেবেন তিনি।

জর্ডির বাবা ইয়োহান বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তার কোচিংয়েই ১৯৯২ সালে প্রথম ইউরোপিয়ান কাপ জেতে দলটি। এরপর থেকে তার কোচিং দর্শন অনুসরণ করছে তারা।

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালে মারা যান ক্রুইফ। কাম্প নউয়ের বাইরে তার একটি ভাস্কর্য স্থাপন করেছে বার্সেলোনা। ক্লাবটির যুব দলের স্টেডিয়ামটিও নামকরণ করা হয়েছে তার নামে।