ইন্টারেই থাকছেন লুকাকু

কোভিড মহামারীর ধাক্কায় আর্থিক দিক থেকে বেশ কঠিন সময় পার করছে ইন্টার মিলান। খরচ কমাতে কিছু খেলোয়াড়কে তারা বিক্রি করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সেই তালিকায় নেই রোমেলু লুকাকু। ১১ বছর পর এবার দলটির সেরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বেলজিয়ান স্ট্রাইকার জানালেন, আগামী মৌসুমে সান সিরোতেই থাকছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 09:30 AM
Updated : 3 June 2021, 09:30 AM

সদ্য শেষ হওয়া মৌসুমে ইতালিয়ান দলটির লিগ জয়ের পথে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১১টি করান লুকাকু। ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সেরি আয় মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

ইন্টারের সঙ্গে ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের চুক্তির মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে ক্লাবের বর্তমান আর্থিক অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে জাগে শঙ্কা। বুধবার বেলজিয়ান টিভি চ্যানেল ভিটিএমকে লুকাকু জানান, ইন্টারেই ভালো অনুভব করছেন তিনি।

“হ্যাঁ, আমি থাকছি। ইন্টারে আমি ভালো আছি।”

লিগ জয়ের পরপরই কোচ আন্তোনিও কন্তেকে হারায় ইন্টার। দুই পক্ষের সমঝোতায় চুক্তির মেয়াদ শেষের এক বছর বাকি থাকতে বিদায় নেন এই ইতালিয়ান কোচ। লুকাকু জানালেন, সম্ভাব্য নতুন কোচের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে তার।

“ইতিমধ্যে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে যিনি আমাদের নতুন কোচ হবেন। আমার হয়তো এখনই এটা বলা ঠিক নয়...তবে আমাদের মাঝে খুব ইতিবাচক আলোচনা হয়েছে।”

“আগামী মৌসুমে আবার লিগ জেতা চালেঞ্জিং হবে।”

ইতালিয়ান গণমাধ্যমের খবর, ইন্টারের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন লাৎসিও কোচ সিমোনে ইনজাগি। এ মাসে লাৎসিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছাড়বেন ইতালির সাবেক এই স্ট্রাইকার।