জার্মানিকে রুখে দিল ডেনমার্ক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2021 02:57 AM BdST Updated: 03 Jun 2021 03:37 AM BdST
-
এগিয়ে যাওয়ার এই আনন্দ স্থায়ী হয়নি জার্মানির।
দারুণ ফুটবল উপহার দিয়েও প্রত্যাশিত জয় পায়নি জার্মানি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে লড়াইয়ে নামার আগে হোঁচট খেয়েছে ইওয়াখিম লুভের দল। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ডেনমার্ক।
অস্ট্রিয়ায় দুই দলের প্রস্তুতি ম্যাচ ১-১ ড্র হয়েছে। দুটি গোলই হয়েছে বিরতির পর। ফ্লোরিয়ান নেহাস জার্মানিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ইউসুফ পোলসেন।
এই ম্যাচ দিয়ে প্রায় দুই বছর পর জার্মানির হয়ে মাঠে নামলেন টমাস মুলার ও মাটস হুমেলস।
গত এপ্রিলের শুরুতে নিজেদের সবশেষ ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হারা জার্মানি প্রথম লক্ষ্যে শট রাখতে পারে ম্যাচের দ্বাদশ মিনিটে। ১০১তম ম্যাচ খেলতে নামা মুলারের হেড গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।
ম্যাচের ৪৪তম মিনিটে সের্গে জিনাব্রির শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি ডেনমার্ক।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে অপেক্ষা শেষ হয় জার্মানির। রবিন গোজেন্সের ক্রস হেডে গোলমুখে বাড়ান মুলার। ভিড়ের মধ্যে ঠিকমত শট নিতে পারেননি জসুয়া কিমিচ। সেই বল পেয়ে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেহাস।
গত নভেম্বরের পর এই প্রথম গোল হজম করলেন ড্যানিশ গোলরক্ষক কাসপের স্মাইকেল।
পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে উঠা ডেনমার্ক ৭১তম মিনিটে ফেরায় সমতা। ক্রিস্তিয়ান এরিকসেনের অসাধারণ থ্রু পাস পেয়ে ঠাণ্ডা মাথায় কাছের পোস্ট দিয়ে নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন পোলসেন। ম্যাচে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে তারা।
ছয় মিনিট পর পোস্টের বাধায় জালের দেখা পাননি কিমিচ। শেষ দিকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি কোনো দলই।
দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। নেদারল্যান্ডস-স্কটল্যান্ড ম্যাচটি হয়েছে ২-২ ড্র।
আগামী ১৫ জুন নিজেদের মাঠে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো ২০২০ অভিযান শুরু করবে জার্মানি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পর্তুগাল ও হাঙ্গেরি।
এর আগে আগামী সোমবার লাটভিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। ২০১৬ আসরের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি ইউরোপ সেরার মঞ্চে সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৬ সালে।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টিতে আবার খেলা বন্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ