ইংল্যান্ডের কষ্টের জয়

আশানুরূপ খেলতে পারল না ইংল্যান্ড। তবে কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিমূলক ম্যাচে হারাল অস্ট্রিয়াকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 08:55 PM
Updated : 2 June 2021, 09:35 PM

মিডলসবরোর রিভারসাইড স্টেডিয়ামে বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন বুকায়ো সাকা।

ঘরের মাঠে প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ২৮তম মিনিটে হ্যারি কেইনের নিচু শট ঠেকিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক।

অবশেষে ৫৭তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে কেইন পাস বাড়ান জেসে লিনগার্ডের উদ্দেশে। তাকে ঠেকাতে ডাইভ দেওয়া অস্ট্রিয়ার ডিফেন্ডার আলেক্সান্দ্রো দ্রাগোভিচের পায়ে লেগে বল ফাঁকায় পান সাকা। গোলরক্ষক জায়গা ছেড়ে এগিয়ে এসেছিলেন আগেই। ফাঁকা জালে বল পাঠান আর্সেনাল মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে ষষ্ঠ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন সাকা।

আট মিনিট পর ভাগ্যের ফেরে সমতায় ফেরা হয়নি সফরকারীদের। ডি-বক্সের বাইরে থেকে লাইপজিগের মিডফিল্ডার মার্সেল সাবিৎজারের শট গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।

ইংল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচে মাঠে ছিল দর্শকের উপস্থিতি।

শেষ দিকে ইংল্যান্ডের রক্ষণে চাপ বাড়ায় অস্ট্রিয়া। ৮২তম মিনিটে সাবিৎজারের শট ঠেকান পিকফোর্ড। যোগ করা সময়ে তাদের আরেকটি চেষ্টা জ্যাক গ্রিলিশ গোললাইন থেকে ফেরান। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

গ্যারেথ সাউথগেটের জন্য দুর্ভাবনার কারণ হতে পারে শেষ দিকে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের চোট নিয়ে মাঠ ছাড়া।

আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচে রোমানিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ইউরো অভিযান।