মেসিদের টি-শার্টে থাকবে মারাদোনার প্রতিচ্ছবি

তার চলে যাওয়ার হয়ে গেল ছয় মাস। কিন্তু এখনও তার উপস্থিতি প্রবল। তিনি দিয়াগো মারাদোনা, গত নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমানো কিংবদন্তি। মারাদোনাকে এবার অন্যভাবে স্মরণ করবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে তার ছবি আঁকা টি-শার্ট পরে নামবেন মেসি-আগুয়েরোরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 04:08 PM
Updated : 2 June 2021, 04:08 PM

কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মারাদোনা। আর্জেন্টিনাকে প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই নায়কের চিরবিদায়ের পর এই প্রথম খেলতে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচে বিশেষ এক টি-শার্ট গায়ে জড়াবেন মেসি-আগুয়েরোরা। টি-শার্টের বুকের অংশে থাকবে প্রিয় মারাদোনার প্রতিচ্ছবি।

এই টি-শার্ট পরে অবশ্য খেলতে পারবেন না মেসিরা। ফিফা থেকে নেই এমন কিছুর অনুমতি।

এরই মধ্যে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল মারাদোনাকে শ্রদ্ধা জানিয়েছে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে। গত মার্চের সেই ম্যাচে খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন বিশেষ এক জার্সি পরে। যার পেছনে মারাদোনার মেক্সিকো বিশ্বকাপ ট্রফিতে চুমো আঁকার ছবিসহ বিস্তারিত ছিল।