ইউরোয় অনিশ্চিত ডে ব্রুইনে

কেভিন ডে ব্রুইনের চোট নিয়ে শঙ্কা বাড়ছে। আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা। বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস জানালেন, এই মিডফিল্ডারকে টুর্নামেন্টে কখন পাবেন, নিশ্চিত নন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 03:42 PM
Updated : 2 June 2021, 03:42 PM

গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর মাঠ ছাড়েন ডে ব্রুইনে। পরদিন ম্যানচেস্টার সিটির এই তারকা নিজেই জানান, তার নাক ফেটে গেছে। বাঁ অক্ষিকোটরের হাড়ে ধরা পড়েছে চিড়।

আগামী ১২ জুন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আসর শুরু করবে বেলজিয়াম। টুর্নামেন্টে ডে ব্রুইনেকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা বুধবার সংবাদ সম্মেলনে জানান মার্তিনেস।

“কেভিনের বিষয়ে আগামী সপ্তাহ পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারব না। এখন সে বিশ্রামে থাকুক।”

“ইউরোয় তাকে পাওয়া যেতে পারে, তবে কখন পাওয়া যাবে, এই মুহূর্তে আমরা জানি না। এখনই কিছু বলা কঠিন। আমাদের অবশ্যই আগে চিকিৎসকদের থেকে সবুজ সংকেত পেতে হবে।”