আফগানরা শারীরিকভাবে শক্তিশালী, আমরা টেকনিক্যালি: জামাল

শারীরিক শক্তি, গড়নে এগিয়ে আফগানিস্তানের খেলোয়াড়রা। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়ার লক্ষ্য তাই কৌশল আর গতি দিয়ে আফগানিস্তানকে পেছনে ফেলা আর পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 01:58 PM
Updated : 2 June 2021, 01:58 PM

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাছাইয়ের তিন প্রতিপক্ষের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানই (১৪৯তম) তুলনামূলক বাংলাদেশের (১৮৪তম) কাছাকাছি। আফগানিস্তান ও বাংলাদেশের সমমানের দল এবং তাদের বিপক্ষে জেতা সম্ভব, দেশে থাকতে বলেছিলেন জামাল। মূল লড়াইয়ের আগে অধিনায়ক জানালেন, আফগানদের হারিয়ে বাছাইয়ে খরা কাটানোর লক্ষ্যের কথা।

“আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী, আমাদের চেয়ে লম্বা, কিন্তু আমরাও টেকনিক্যালি শক্তিশালী। আমাদের গতি আছে।”

“আমরা চেষ্টা করব সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা ৩ পয়েন্ট পাব (আফগানিস্তানের বিপক্ষে)।”

আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। ‘ই’ গ্রুপে জেমি ডের দল পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে। জয়হীন থাকা বাংলাদেশ একমাত্র পয়েন্ট দল পেয়েছিল সল্টলেকে ভারতের বিপক্ষে ১-১ ড্র করে।

বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে আফগানিস্তান। ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারানোর পর সিঙ্গাপুরের বিপক্ষে করেছে ১-১ ড্র।

বাছাইয়ের আগে কোনো বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খেলা নামমাত্র প্রস্তুতি ম্যাচে দুই গোল হজম করে পরে ড্র করেছিল জেমি ডের দল।