চেলসি ও লেস্টারের জরিমানা

ম্যাচ চলার সময় হাতিহাতিতে জড়িয়ে পড়া খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় শাস্তি পেতে হলো চেলসি ও লেস্টার সিটিকে। প্রিমিয়ার লিগের ক্লাব দুটিকে ২২ হাজার ৫০০ পাউন্ড করে জরিমানা করেছে ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 09:56 AM
Updated : 2 June 2021, 09:56 AM

গত মাসের ১৮ তারিখ স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে টাচলাইনে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। ম্যাচটি ২-১ গোলে জেতে স্বাগতিকরা।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের যোগ করা সময়ে চেলসির বেন চিলওয়েলকে লেস্টারের রিকার্দো পেরেইরা ফাউল করলে। এরপর আন্টোনিও রুডিগার পেছন থেকে ধাক্কা দেন পেরেইরাকে। মুহূর্তের মধ্যেই মাঠের ২২ জনের পাশাপাশি বেঞ্চে থাকা খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারাও ধাক্কধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এক বিবৃতিতে বুধবার সেই ঘটনায় শাস্তি দেওয়ার কথা জানায় এফএ। 

“দুই দলই স্বীকার করেছে তাদের খেলোয়াড় ও ক্লাব অফিশিয়ালরা নিয়ম ভঙ্গ করেছে এবং ম্যাচের ৯৩তম মিনিটে উত্তেজক আচরণ থেকে নিজেদের বিরত রাখতে ব্যর্থ হয়েছে।”