মেসিকে বার্সায় থাকতে চাপ দেবেন না আগুয়েরো

লিওনেল মেসির সঙ্গে তার সম্পর্ক দারুণ। কিন্তু তাই বলে এত ঘনিষ্ঠও নয় যে, বন্ধুকে সিদ্ধান্ত নিতে বাধ্য করার দাবি তোলা যায়। মেসিকে তাই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে চাপ দেবেন না বলে জানালেন সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 06:14 PM
Updated : 1 June 2021, 06:14 PM

আগামী ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে এরই মধ্যে একাধিকবার জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে কাম্প নউয়ে নোঙর ফেলেছেন আগুয়েরো। জাতীয় দলের সতীর্থকে এখন ক্লাবেও পেতে পারেন তিনি। বার্সেলোনায় যোগ দেওয়ার একদিন পর মেসিকে নিয়ে নিজের ভাবনা জানান আগুয়েরো।

“(মেসি বার্সেলোনায় থাকবে কি-না) এ ব্যাপারে সে-ই সিদ্ধান্ত নেবে। আমি লিওকে থাকার জন্য চাপ দেব না। সে গ্রেট। এজেন্টকে নিয়ে তাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।”

বুধবার ৩৩ বছর পূরণ হবে আগুয়েরোর। নতুন ঠিকানা নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড অল্প কথায় জানালেন নিজের অনুভূতি।

“আমি ‍খুবই খুশি। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।”