অলিম্পিকে অংশ নিতে প্রথম জাপানে পৌঁছাল অস্ট্রেলিয়া

করোনাভাইরাস পরিস্থিতি ভালো নয়। আগামী জুলাইয়ে টোকিও অলিম্পিক আয়োজনে খোদ জাপানের অনেকে করছেন বিরোধিতা। এরই মধ্যে প্রথম বিদেশি দল হিসেবে অলিম্পিকে অংশ নিতে জাপানে পৌঁছেছে অস্ট্রেলিয়া সফটবল দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 01:30 PM
Updated : 1 June 2021, 03:02 PM

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গত বছর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত করে দেওয়া হয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী টোকিও অলিম্পিক আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনের আট সপ্তাহ আগেই জাপানে পৌঁছাল অস্ট্রেলিয়া সফটবল দল। বর্তমানে জাপানে কোভিড-১৯ ভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। জরুরি অবস্থা চলা দশটি অঞ্চলের মধ্যে টোকিও আছে। এই জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ২০ জুন। দেশটিতে টিকা দেওয়ার গতি বেশ ধীর।

সরকারের এক শীর্ষ পর্যায়ের মুখপাত্র জানিয়েছেন, দেশের টিকা কার্যক্রমের গতি বাড়াতে কর্মক্ষেত্র এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ২১ জুন থেকে টিকা দেওয়া শুরু হবে।

এখন পর্যন্ত জাপানের মাত্র ৩ শতাংশ মানুষ পুরোপুরি কোভিড-১৯ টিকা নিতে পেরেছেন। আগামী মঙ্গলবার থেকে দেশটির অলিম্পিক দলের খেলোয়াড়দের টিকা দেওয়া শুরু হবে।

টোকিওর উত্তর-পশ্চিমাঞ্চলের শহর ওটায় অস্ট্রেলিয়া সফটবল দল ৪৭ দিনের ক্যাম্প করবে। প্রতিনিধি দলের সবাইকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। তবে ক্যাম্পে থাকাকালে প্রতিদিন তাদেরকে পরীক্ষা করা হবে বলে ওটার এক অফিসিয়াল জানিয়েছেন।

কোইডো নিউজ এজেন্সি জানিয়েছে, জাপানে পৌঁছানো অস্ট্রেলিয়া সফটবল দলের সবাই কোভিড-১৯ পরীক্ষায় ‘নেগেটিভ’ হয়েছেন।