নাক ফেটে গেছে ডে ব্রুইনের

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়েছেন কেভিন ডে ব্রুইনে। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে গেছে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডারের। বাঁ অক্ষিকোটরের হাড়েও ধরা পড়েছে চিড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 01:23 PM
Updated : 30 May 2021, 01:23 PM

পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে শনিবার চেলসির বিপক্ষে কাই হাভার্টজের একমাত্র গোলে হারে সিটি। ম্যাচের ৬০তম মিনিটে কনকাশন চোট নিয়ে মাঠ ছাড়েন ডে ব্রুইনে।

বল দখলের লড়াইয়ে চেলসি ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর মাঠে কিছুটা সময় চিকিৎসা নেন এই বেলজিয়ান তারকা। কিন্তু শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যেতে পারেননি। অশ্রুসিক্ত চোখে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি।

চোট পাওয়ার পর মাঠে কাতর অবস্থায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রোববার এক টুইটে চোটের সবশেষ অবস্থা জানান ২৯ বছর বয়সী এই ফুটবলার।

“এইমাত্র হাসপাতাল থেকে ফিরলাম। পরীক্ষায় নাকের হাড় ও বাম অক্ষিকোটরের হাড়ে চিড় ধরা পড়েছে। এখন আমি সুস্থ বোধ করছি। গতকালের পরাজয়ে এখনও হতাশ, তবে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব।”

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি ডে ব্রুইনে। আগামী ১২ জুন সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আসর শুরু করবে বেলজিয়াম।