এক বিশেষ ক্লাবে যোগ দিতে আরেকটা ছেড়েছি: আলাবা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2021 06:35 PM BdST Updated: 29 May 2021 06:43 PM BdST
-
ইউরো ২০২০ এর প্রস্তুতি পর্বে অস্ট্রিয়া দলের অনুশীলনে ডাভিড আলাবা।
এক যুগেরও বেশি সময়ে যে আঙিনায় বেড়ে ওঠা, সেই ক্লাবকে এবার বিদায় বলতে হবে। ছেড়ে যেতে হবে এতদিনের চেনা পরিবেশ, বন্ধু-সতীর্থদের। ডাভিড আলাবার মনে তাই দুঃখ ভর করেছে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর উচ্ছ্বাসও কাজ করছে অস্ট্রিয়ান এই ডিফেন্ডারের হৃদয়ে।
অনেক আগে থেকে চলা গুঞ্জন সত্যি করে গত শুক্রবার এক বিবৃতিতে পাঁচ বছরের চুক্তিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানার ঘোষণা দেয় রিয়াল। আগামী ৩০ জুন বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে আনুষ্ঠানিকভাবে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলে যোগ দেবেন আলাবা।
চুক্তির আনুষ্ঠানিকতা শেষে এক টুইটে নিজের প্রতিক্রিয়া জানান এই অস্ট্রিয়ান।
“বিশেষ এক ক্লাব ছেড়ে আমি আরেকটিতে যোগ দিয়েছি। মিউনিখে অনেকগুলো বছর কাটানোর পর আমি নতুন এই চ্যালেঞ্জ নিচ্ছি এবং বিশেষ এই ক্লাবের ঐতিহ্য বজায় রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
রিয়ালের হয়ে মাঠে নামতে তর সইছে না আলাবার।
“রিয়াল মাদ্রিদ সমর্থকদের সামনে ঐতিহ্যবাহী এই সাদা জার্সিতে প্রথম ম্যাচটি খেলার জন্য আমার তর সইছে না। আমি নিশ্চিত, এই পথচলা হবে সাফল্যে পরিপূর্ণ।”
বায়ার্নে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি বুন্ডেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জিতেছেন ক্লাবের যুব দল থেকে উঠে আসা আলাবা।
জার্মান দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪৩১ ম্যাচ খেলে ৩৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৫ গোল। মূলত সেন্টার-ব্যাক হিসেবে খেলা আলাবা উইংয়ে খেলতেও পারদর্শী।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ