কোপা আমেরিকায় খেলা হচ্ছে না রদ্রিগেসের

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন হামেস রদ্রিগেস। ফলে, কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ে আসন্ন দুই ম্যাচে খেলতে পারবেন না কলম্বিয়ার এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 04:12 PM
Updated : 28 May 2021, 04:13 PM

কলম্বিয়া ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ২৯ বছর বয়সী এই ফুটবলার ঠিক কী ধরনের চোটে ভুগছেন, তা জানানো হয়নি। পেশির চোটে এই মৌসুমে এভারটনের হয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। 

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩ জুন পেরুর মাঠে এবং এর পাঁচ দিন পর ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে কলম্বিয়া। 

কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ১৩ জুন। আর্জেন্টিনার সঙ্গে প্রতিযোগিতাটির সহ-আয়োজক ছিল কলম্বিয়া। কিন্তু দেশটিতে সরকারবিরোধী আন্দোলন মাথাচাড়া দেওয়ায় সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)।

ফাইনালসহ যে ১৫ ম্যাচ কলম্বিয়ায় হওয়ার কথা ছিল সেগুলো কোথায় হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আর্জেন্টিনাকে পুরো টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।