সেন্টার-ব্যাক কোনাতেকে দলে টানছে লিভারপুল

লাইপজিগ থেকে সেন্টার-ব্যাক ইবাহিমা কোনাতেকে দলে টানতে জার্মান দলটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 02:14 PM
Updated : 28 May 2021, 02:35 PM

এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করে প্রিমিয়ার লিগের দলটি।

ট্রান্সফার ফির বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। দেশটির গণমাধ্যমের খবর, ২২ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে তার রিলিজ ক্লজের পুরো চার কোটি ১০ লাখ ইউরো গুনতে হচ্ছে লিভারপুলকে। লাইপজিগের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত।

মেডিকেল শেষে ও ওয়ার্ক পারমিট পাওয়া সাপেক্ষে কোনাতে আগামী ১ জুলাই অ্যানফিল্ডে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

চোটের কারণে ২০২০-২১ মৌসুমের অধিকাংশ সময় লিভারপুল দলে পায়নি দুই সেন্টার-ব্যাক ভার্জিল ফন ডাইক ও জো গোমেজকে। তাদের অনুপস্থিতিতে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে খুব ভুগেছে দলটি।