চাকরি হারালেন ইউভেন্তুস কোচ পিরলো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2021 04:14 PM BdST Updated: 28 May 2021 05:17 PM BdST
দলের ভীষণ বাজে পারফরম্যান্সে ইউভেন্তুসের ডাগআউটে নড়বড়ে হয়ে পড়েছিল আন্দ্রেয়া পিরলোর অবস্থান। তাকে ঘিরে চলমান গুঞ্জনটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে, ছাঁটাই হয়েছেন সাবেক এই ফুটবলার।
শুক্রবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ইউভেন্তুস।
গত বছরের অগাস্টে মাওরিসিও সাররিকে বরখাস্ত করার পর ক্লাবের সাবেক মিডফিল্ডার পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল তুরিনের দলটি। তখন পর্যন্ত যুব বা সিনিয়র, কোনো পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা ছিল না তার।
৪২ বছর বয়সী পিরলোর কোচিংয়ে সদ্য শেষ হওয়া মৌসুম ভালো কাটেনি ইউভেন্তুসের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তাদের বিদায় করে দেয় পোর্তো। সেরি আয় দলটির টানা নয় বছরের আধিপত্য ভেঙে শিরোপা জেতে ইন্টার মিলান। আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও শঙ্কায় পড়ে গিয়েছিল। লিগের শেষ রাউন্ডে বোলোনিয়াকে হারিয়ে এবং নাপোলির হোঁচটে চার নম্বরে থেকে ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নেয় তারা।
হতাশায় ঘেরা মৌসুমে ইউভেন্তুসের প্রাপ্তি ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপ জয়। তবে জাতীয় দলের হয়ে ১১৬ ম্যাচ খেলা এবং ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ে অবদান রাখা পিরলোর চাকরি ধরে রাখার জন্য তা যথেষ্ট হলো না।
তারপরও কঠিন সময়ে যেভাবে দায়িত্ব পালন করেছেন সেজন্য পিরলোকে ধন্যবাদ জানিয়েছে ইউভেন্তুস।
“যে সাহস, নিষ্ঠা ও আবেগ প্রতিদিন তিনি দেখিয়েছেন, তার জন্য ‘মায়েস্ত্রো’, কোচ ও আন্দ্রেয়াকে হৃদয় থেকে ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। আশা করি, তার আগামীর পথচলা দারুণ হবে।”
ইউভেন্তুসে পিরলোর উত্তরসূরি হিসেবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির নাম শোনা যাচ্ছে। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত দলটির দায়িত্বে ছিলেন এই ইতালিয়ান কোচ। ওই সময়ে টানা পাঁচটি সেরি আয় শিরোপা জেতা ইউভেন্তুস দুইবার উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।
৫৩ বছর বয়সী আল্লেগ্রি বর্তমানে কোনো দলের দায়িত্বে নেই।
-
লেভানদোভস্কির ব্যাপারে ‘বায়ার্নের হ্যাঁ’ এর আশায় বার্সা
-
যে কারণে রোনালদোকে দলে টানবে না বায়ার্ন
-
শৈশবের প্রিয় ক্লাবে এসে ক্রিস্টেনসেনের স্বপ্ন পূরণ
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’