বাজির প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকায় ইব্রাহিমোভিচকে জরিমানা

একটি বাজির প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার হয়ে উয়েফার নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এসি মিলানের সুইডিশ ফরোয়ার্ডকে ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 06:32 PM
Updated : 26 May 2021, 06:32 PM

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি বুধবার এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। তার দল মিলানকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে ২৫ হাজার ইউরো।

গত মাসে সুইডিশ পত্রিকা আফতনব্লাদেত খবর প্রকাশ করে, মাল্টা-ভিত্তিক বাজির প্রতিষ্ঠানের আংশিক মালিকানা আছে ইব্রাহিমোভিচের। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত বাজি, জুয়া, লটারি বা এরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।

গত মাসে মিলানের সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়ান বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।