স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি বার্সা-রিয়াল

স্প্যানিশ সুপার কাপের আগামী আসরে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শেষ চারের অপর ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আথলেতিক বিলবাও ও আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 01:20 PM
Updated : 25 May 2021, 01:20 PM

সদ্য শেষ হওয়া মৌসুমের লা লিগার শীর্ষ দুই দল ও কোপা দেল রের দুই ফাইনালিস্ট অংশ নেবে এই প্রতিযোগিতায়।

গত এপ্রিলে বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবারের লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো, রানার্সআপ রিয়াল।

নতুন রূপে গত বছর থেকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। ওই বছর ফাইনালে আতলেতিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। আর দ্বিতীয় আসরে গত জানুয়ারিতে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা উৎসব করে বিলবাও।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী, নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টের প্রথম তিন আসর হওয়ার কথা ছিল সৌদি আরবে। প্রথমবার সেখানে হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে গত আসর হয় স্পেনে।

আগামী বছরের আসর কোথায় হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে সৌদি আরবে ফেরার সম্ভাবনা আছে।