বার্সেলোনায় যোগ দেওয়ার কাছাকাছি আগুয়েরো: গুয়ার্দিওলা

সংবাদমাধ্যমের খবর, দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন সের্হিও আগুয়েরো। পেপ গুয়ার্দিওলার কথায়ও মিলল তেমন ইঙ্গিত। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড কাম্প নউয়ের ক্লাবটিতে যাওয়ার ‘কাছাকাছি’ আছেন বলে জানালেন ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2021, 10:16 AM
Updated : 24 May 2021, 10:20 AM

এই মাসেই সিটিতে শেষ হতে যাচ্ছে আগুয়েরোর এক দশকের ক্যারিয়ার। রোববার দলটির হয়ে প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচটা রাঙান তিনি জোড়া গোল করে। এভারটনকে ৫-০ গোলে উড়িয়ে শিরোপা উৎসব করে আগেই চ্যাম্পিয়ন হওয়া সিটি।

ম্যাচ শেষে বিবিসিকে গুয়ার্দিওলা বলেন, বার্সেলোনার যাওয়ার পথে আছেন ৩২ বছর বয়সী আগুয়েরো।

“সম্ভবত আমি একটি গোপন বিষয় প্রকাশ করছি। সে (আগুয়েরো) সম্ভবত আমার হৃদয়ের ক্লাব-বার্সেলোনার সঙ্গে চুক্তি করার কাছাকাছি আছে। সর্বকালের সেরা খেলোয়াড় (লিওনেল) মেসির পাশে খেলতে যাচ্ছে সে।”

২০০৮ থেকে ২০১২ পর্যন্ত গুয়ার্দিওলার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপা জিতেছিল বার্সেলোনা।

এই মৌসুমে কাতালান দলটি কোপা দেল রের শিরোপা জিতলেও অন্য দুই বড় প্রতিযোগিতায় ভালো করতে পারেননি। লা লিগায় চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে হয়েছে তৃতীয়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তাদের বিদায় করে দেয় পিএসজি। 

সিটির সর্বোচ্চ গোলদাতা (২৬০) আগুয়েরোকে পেলে বার্সেলোনা আরও শক্তিশালী হবে বলে মনে করেন গুয়ার্দিওলা।

“আমি নিশ্চিত সেখানে সে উপভোগ করবে। তাকে নিয়ে বার্সেলোনা আরও শক্তিশালী হয়ে উঠবে।”