মুকুট হারাল পিএসজি

শিরোপা-ভাগ্য হাতে না থাকায় পিএসজির সম্ভাবনা এমনিতেও তেমন জোরালো ছিল না। হয়েছেও তাই। নিজেদের ম্যাচে জিতে শিরোপা ঘরে তুলেছে লিল। ব্রেস্তের বিপক্ষে জিতেও তাই লিগ ওয়ানে রানার্সআপ পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 08:57 PM
Updated : 23 May 2021, 09:30 PM

পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটির মাঠে রোববার রাতে শেষ রাউন্ডে ২-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। প্রতিপক্ষের ভুলে গত তিন মৌসুমের চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে।

একই সময়ে মাঠে নামা লিল পয়েন্ট টেবিলের ১৩ নম্বর অঁজিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৩৮ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৮৩। ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় পিএসজি।

ক্ষীণ সম্ভাবনা নিয়ে লড়াইয়ে ছিল মোনাকোও। শেষ ম্যাচে লঁসের বিপক্ষে গোলশূন্য করা দলটি ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে।

শিরোপার আশায় মাঠে নামা তিন দলের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা লিল নিজেদের ম্যাচে দশম মিনিটেই এগিয়ে যায়। ব্রেস্তের বিপক্ষে পিএসজিও শুরুর দিকে গোল পেতে পারতো; তবে স্পট কিকে হতাশ করেন নেইমার। ডি-বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল তারা।

৩৭তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় পিএসজি। আনহেল দি মারিয়ার কর্নারে বল ব্রেস্তের মিডফিল্ডার রোমাঁ ফেভার গায়ে লেগে জালে জড়ায়। খানিক বাদে অঁজির মাঠে দ্বিতীয় গোলের দেখা পায় লিল। তাতে শিরোপা লড়াইয়ের রোমাঞ্চ অনেকটাই শেষ হয়ে যায়।

৭১তম মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজিও। ছয় গজ দূর থেকে গোলটি করেন এমবাপে। আসরে সর্বোচ্চ গোলদাতার এটি ২৭তম গোল।

চার মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচ শেষ করে দিতে পারতেন মাউরো ইকার্দি। নেইমারের পাস ডি-বক্সে দারুণ পজিশনে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। অন্যদিকে, যোগ করা সময়ে লিল গোল হজম করলে রোমাঞ্চের আভাস মেলে। শেষ পর্যন্ত যদিও তার কিছুই হয়নি।

জিতেও তাই একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

গত আট মৌসুমে চারবার লিগ শিরোপা জয়ী পিএসজি এবারও ফেভারিটের তকমায় শুরু করেছিল আসর। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরে বসে প্যারিসের দলটি। পরে ঘুরে দাঁড়িয়ে শেষ ক্ষণ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকলেও কখনোই সেরা রূপে জ্বলে উঠতে পারেনি তারা।

নেইমার-এমবাপে-ইকার্দিদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ দলটি বারবার ছন্দ হারিয়েছে। তারই ফল আটটি হার ও চারটি ড্র।

এত এত ব্যর্থতার মাঝেও অবশ্য মৌসুমে দুটি শিরোপা জিতেছে তারা, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ।