চ্যাম্পিয়ন আতলেতিকোকে সুয়ারেসের ‘ধন্যবাদ’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2021 01:14 AM BdST Updated: 23 May 2021 01:39 AM BdST
-
শেষ রাউন্ডে আতলেতিকোর জয়সূচক গোলটি করার পর লুইস সুয়ারেসের উল্লাস
বার্সেলোনা থেকে বিদায়টা হয়েছিল বড্ড বাজেভাবে। আতলেতিকো মাদ্রিদ বুকে টেনে নিয়েছিল সাদরে। রেখেছিল আস্থা। তার প্রতিদান লুইস সুয়ারেস দিলেন লা লিগার মুকুট জিতিয়ে।
রিয়াল ভাইয়াদলিদের মাঠে শনিবার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতে ৭ বছর পর লিগে চ্যাম্পিয়ন হয়েছে আতলেতিকো। প্রতিযোগিতার ইতিহাসে এটা তাদের একাদশ শিরোপা। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথম শিরোপার স্বাদ পেল দিয়েগো সিমেওনের দল।
প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়ায় শঙ্কা জেগেছিল কিছুটা। কিন্তু আনহেল কোররেয়া সমতা ফেরানোর ১০ মিনিট পর ব্যবধান গড়ে দেন সুয়ারেসই।
আতলেতিকোর জার্সিতে উরুগুয়ের এই ফরোয়ার্ড প্রথম লিগ মৌসুম শেষ করলেন ২১ গোলের সঙ্গে শিরোপা জিতে। ম্যাচ শেষে লা লিগা টিভিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ক্লাবকে ধন্যবাদ জানাতে ভোলেননি সুয়ারেস।
“যেভাবে আতলেতিকো আমাকে গ্রহণ করে নিয়েছিল, সে জন্য আমি খুশি। আমি যে এই পর্যায়ে এখনও পারফর্ম করতে পারি, তা দেখানোর সুযোগ তারা আমাকে দিয়েছিল। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।”
“আমার সঙ্গে আরও অনেককে ভুগতে হয়েছে। অনেক বছর ধরে আমি ফুটবল খেলছি, কিন্তু আমি মনে করি, এ বছর আমার পরিবার সবচেয়ে ভুগেছে। মৌসুমের শেষ ম্যাচে পারফর্ম করতে পারার অনুভূতি চমৎকার।”
৩৮ ম্যাচে ২৬ জয় ও ৮ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল আতলেতিকো। দারুণ পথচলায় হার মাত্র চারটি।
শেষ রাউন্ডেও নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ঘাড়ে শ্বাস ফেলছিল। তবে সুয়ারেসের মনে হচ্ছে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে তারা।
“আমার কাজ দলকে সাহায্য করা এবং গোল এনে দেওয়া। আতলেতিকো অনেক বড় ক্লাব এবং আমরা সেটা এই মৌসুমে দেখিয়েছি। আমরা সবচেয়ে ধারাবাহিক দল এবং এ কারণেই চ্যাম্পিয়ন।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা