বার্সার সাবেক গোলরক্ষক আরনাউয়ের মৃত্যু

বার্সেলোনার সাবেক গোলরক্ষক ফ্রান্সেস আরনাউ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2021, 10:55 AM
Updated : 22 May 2021, 10:55 AM

কাতালান ক্লাবটি শনিবার এক বিবৃতিতে আরনাউয়ের মৃত্যুর খবর জানায়।

১৯৯০ সালে বার্সেলোনা যুব দলে নাম লেখান তিনি। ছয় বছর পর কাম্প নউয়ে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচ দিয়ে মূল দলে অভিষেক হয় তার। তখনও পর্যন্ত এই স্প্যানিয়ার্ড ছিলেন বার্সেলোনা ‘বি’ দলের খেলোয়াড়।

মূল দলের হয়ে ৩০টির বেশি অফিসিয়াল ম্যাচ খেলেছেন আরনাউ। জিতেছেন একটি করে লা লিগা ও কোপা দেল রে শিরোপা।  

বার্সেলোনা ছেড়ে ২০০১ সালে আরনাউ নাম লেখান স্পেনের আরেক দল মালাগায়। ওই দশকে তিনি ছিলেন দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। তাদের হয়ে খেলেন ১৩০টির বেশি ম্যাচ। পরে দলটির ক্রীড়া পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ থেকে একই পদে দায়িত্ব পালন করেন রিয়াদ ওভেইদোর হয়ে।