আতালান্তাকে হারিয়ে ইতালিয়ান কাপ ইউভেন্তুসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2021 02:55 AM BdST Updated: 20 May 2021 03:49 AM BdST
-
ইউভেন্তুসের ফরাসি কাপ জয়ের উল্লাস।
-
ফরাসি কাপ হাতে ক্রিস্তিয়ানো রোনালদো
-
ম্যাচ শেষে বহু সাফল্যের সঙ্গী জানলুইজি বুফ্ফনকে আকাশে ছুঁড়ে উদযাপনে মেতে ওঠে ইউভেন্তুস দল। চলতি মৌসুম শেষে ইউভেন্তুসে দ্বিতীয় অধ্যায়ের ইতি টানবেন ৪৩ বছর বয়সী এই গোলরক্ষক।
হতাশায় ঘেরা মৌসুমে অন্তত একটা লক্ষ্য পূরণ হলো ইউভেন্তুসের। আতালান্তাকে হারিয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল তুরিনের ক্লাবটি।
রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে বুধবার ফাইনালে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। দেজান কুলুসেভস্কির গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে ইউভেন্তুসের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।
ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি ইউভেন্তুসের চতুর্দশ শিরোপা।
চলতি মৌসুমে ইউভেন্তুসের এটি দ্বিতীয় শিরোপা। গত জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি।

একের পর এক বাজে পারফরম্যান্সে টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা হারানো ইউভেন্তুস ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারতো। তৃতীয় মিনিটে পালোমিনোর শট প্রতিহত হওয়ার দুই মিনিট পর কাছ থেকে দুভান সাপাতার নেওয়া শট হয় লক্ষ্যভ্রষ্ট।
বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে আতালান্তা। একরকম খেলার ধারার বিপরীতেই ৩১তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস।
ডি-বক্সে রোনালদো ঢুকলেও বাধার মুখে পারেননি বল ধরে রাখতে। প্রতিপক্ষও পারেনি বিপদমুক্ত করতে। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।
৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফ্ফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।

বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-অন-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে আগেভাগে বিদায় নেওয়া ইউভেন্তুসের লিগের মুকুট ধরে রাখার স্বপ্নও শেষ অনেক আগে। অনেক হারানোর মৌসুমে তারা লক্ষ্যস্থির করে এই শিরোপা জয়ে। সঙ্গে শীর্ষ চারে থেকে সেরি আ শেষ করার।
কঠিন সেই চ্যালেঞ্জ জয়ের আশায় শেষ রাউন্ডে আগামী রোববার বোলোনিয়ার মাঠে খেলবে ইউভেন্তুস। ৩৭ রাউন্ড শেষে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে দলটি।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন